দুর্যোগে সেনাবাহিনী সর্বোচ্চ দিয়ে কাজ করছে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমদ বলেছেন, এবারের রেকর্ড বন্যা সংকট সৃষ্টি করেছে। এটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। সেনাবাহিনীসহ সরকারের সকল বিভাগ কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীসহ যারা মোতায়েন তারা সর্বোচ্চ চেষ্ট করছে। দুর্গম এলাকা থেকে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা পৌছে দিচ্ছে।
তিনি বলেন, ঢাকা, কুমিল্লা ও সাভার থেকে সেনাবাহিনীর অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে। এছাড়া অনেক ফোর্স প্রস্তুত রয়েছে।
রোববার (১৯ জুন) বেলা আড়াইটায় সিলেটের বন্যাকবলিত কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বঙ্গবন্ধু হাইটেক পার্কে স্থাপিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ত্রাণ বিতরণ শেষে সেনাপ্রধান আশ্রয়কেন্দ্রের মেডিকেল টিমের কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, বন্যার উন্নতির পর ক্ষতি কাটাতে অনেক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সেগুলো বাস্তবায়নের প্রস্তুতি চলছে। সকলের সহযাোগিতায় এ দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব। সেনাবাহিনী সর্বোচ্চ দিয়ে কাজ করছে।
সুনামগঞ্জমিরর/এসএ