সিলেট বিভাগে প্রাকৃতিক দুর্যোগে ২২ জনের প্রাণহানি

সিলেট বিভাগে চলমান প্রাকৃতিক দুর্যোগে ২২ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় মঙ্গলবার (২১ জুন) বিকেলে বার্তাবাহককে এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার (২১ জুন) বিকেল পর্যন্ত চলমান প্রাকৃতিক দুযোগে সিলেট বিভাগে ২০ জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে সিলেটে ১২ জন, মৌলভীবাজারে তিনজন ও সুনামগঞ্জে পাঁচজন।
মঙ্গলবার সকালে সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মৃতদেহ ভেসে ওঠেছে। তাৎক্ষণিক এ দুই মৃতদেহের তথ্য তার কাছে নেই। তবে এ তথ্য যোগ হবে বলে জানিয়েছেন তিনি। সে অনুযায়ী, চলমান প্রাকৃতিক দুযোগে সিলেট বিভাগের তিন জেলায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
প্রসঙ্গত, সিলেট ও সুনামগঞ্জের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ বন্যা। মৌলভীবাজর জেলাও বন্যায় আক্রান্বত হয়েছে। সিলেট-সুনামগঞ্জ; এই দুই জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা তলিয়ে গেছে পানিতে। সোমবার পর্যন্ত পানিবন্দি ছিলেন কমপক্ষে ৪০ লাখ মানুষ। বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।
সুনামগঞ্জমিরর/এসএ