সুনামগঞ্জে সেনাপ্রধান: আমাদের প্রথম লক্ষ্য মানুষের জীবন বাঁচানো

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় দুর্যোগ জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে। দুর্যোগে সাহস নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এখনও অনেক মানুষ পানিবন্দী আছে। যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী সুনামগঞ্জে ততদিন থাকবে।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।
সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ এমন সক্ষমতার জায়গায় পৌচ্ছেছে এরচেয়ে বড় দুর্যোগ মোকাবিলা করতে পারবো। দুর্যোগ এসেছে সেটা সাহস, ধৈর্য্য এবং আন্তরিকতার সাথে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য হলো মানুষের জীবন বাঁচানো। দ্বিতীয়ত তাদের স্বাস্থ্য এবং অন্য বিষয়গুলো খেয়াল রাখা।
তিনি বলেন, এই লক্ষে যা করণীয় আমরা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এটার খোঁজ রাখছেন। উনি অনেক তথ্য আমাকে দেন, যা দেখে আমার টিম দিয়ে প্রয়োজনীয় কাজ করি। এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জমিরর/এসএ