শহর থেকে পানি নামলেও সুনামগঞ্জে এখনো বন্দি ১০ লাখ মানুষ

নদীর পানি কমায় সুনামগঞ্জ শহর থেকে নামছে বন্যার পানি। তবে এখন প্লাবিত রয়েছে সুনামগঞ্জ সদরসহ ১২টি উপজেলা। পানিবন্দি রয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। ক্রমাগত বাড়ছে তাদের দুর্ভোগ। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট।
বাসভাসিরা জানান, বন্যায় সব ভাসিয়ে নিয়ে গেছে এখন খাবারের জন্য কিছু পাচ্ছি না। বন্যার পানিতে সব টিউবওয়েল তলিয়ে গেছে। তাই খাবার পানির সংকট দেখা দিয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম গণমাধ্যমকে বলেন, বন্যাকবলিত এলাকায় আমরা ৩ লাখ ৫০ হাজার পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করেছি। এছাড়া মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি বিতরণ কার্যক্রম চলমান রেখেছি।
লিপসন আহমেদ/সুনামগঞ্জমিরর/এসএ