শেখ হাসিনাকে বলা হয় ‘বাংলার জননী’: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সিলেট-সুনামগঞ্জে বন্যার পানিতে যখন মানুষ পানিবন্দি হয়ে যায়, চরম দুর্ভোগ দেখা দেয়; ঠিক তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে পানিবন্দি মানুষদের দেখতে চলে আসেন। কারণ তিনি বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসেন। বাংলাদেশের মানুষের যে কোনো দুর্যোগে শেখ হাসিনা পাশে থাকেন।
সোমবার (২৭ জুন) দুপুরে সুনামগঞ্জের ছাতকে বন্যাদুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অনেক দুর্যোগ দেখেছেন কিন্তু সাধারণ মানুষের কাছে যাননি। ক্ষমতায় থাকতেও যাননি, ক্ষমতা ছাড়াও যাননি। কিন্তু শেখ হাসিনা গিয়েছেন। এজন্য শেখ হাসিনাকে বলা হয় বাংলার জননী।
তিনি বলেন, শেখ হাসিনা আস্বস্ত করেছেন সিলেট-সুনামগঞ্জে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবাইকে সহযোগিতা করবেন।
এ সময় সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
লিপসন আহমেদ/সুনামগঞ্জমিরর/এসএ