জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে আরিয়ান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আরিয়ান ওই এলাকার শাহিন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে শিশু আরিয়ান বাড়ির বারান্দার সামনে খেলা করছিল। হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বারান্দার সামনে বন্যার পানিতে পড়ে যায় সে। অনেক খুঁজাখুঁজির পর সন্ধ্যায় বন্যার পানিতে তার দেহ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা বদরুজ্জামান উজ্জ্বল গণমাধ্যমকে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সে ঘটনাস্থলে মারা যায়।
লিপসন আহমেদ/সুনামগঞ্জমিরর/এসএ