সিলেটে বন্যার্তদের সিকৃবি ছাত্রলীগের ত্রাণ বিতরণ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগ সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
মঙ্গলবার (২৮ জুন) সিলেট জেলার কানাইঘাট উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের নির্দেশে ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচীতে অংশ নেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। এতে ৩৩০টি পরিবারকে ত্রাণ প্রদান করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শরীফুল আলম সুমন,বিশ্বজিৎ দাশগুপ্ত, শামীম আহমেদ, কাজল চৌধুরী প্রমুখ।