বিশ্বম্ভরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বেলটার ত্রান বিতরণ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেলটা)।
আজ বুধবার (২৯ জুন) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বেলটা সিলেট চ্যাপ্টার এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন ইউনিয়নের ৫০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ ( জনপ্রতি ১০০০/=টাকা ) এবং পোশাক বিতরন করা হয়।
ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদি উর রহিম জাদিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, বেলটা সিলেট চ্যাপ্টার এর কোঅর্ডিনেটর প্রণবকান্তি দেব, ট্রেজারার প্রভাষক সুমন রায়, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বেলটা জয়েন্ট সেক্রেটারি মোঃ এমদাদুল হক মিলন, নির্বাহী সদস্য প্রভাষক মশিউর রহমান, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ ও সাংবাদিক হাসান বশির, বেলটা সদস্য নূর উদ্দিন প্রমূখ।
ত্রাণ বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা বলেন, মানুষের প্রধান কর্তব্য হচ্ছে মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো। তাই পেশাজীবি সংগঠন হিসাবে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসাবে বেলটা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তারা বলেন, মানবিক দূর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। একা কারো পক্ষে এমন ভয়াবহ সংকট মোকাবেলা সম্ভব নয়। তারা পারস্পরিক সহমর্মিতা দিয়ে বন্যার এ প্রতিকূল সময়কে জয় করার আহবান জানান। অনুষ্ঠানে বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বন্যাদূর্গত পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়।
সুনামগঞ্জমিরর/এসএ