Skip to content

ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে সিকৃবিতে মানববন্ধন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

বুধবার (২৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের (বাআবিকফে) আহ্বানে অভিন্ন নীতিমালা বাতিল ও ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সভাপতি শাহ আলম সুরুকের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. আতাউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, কর্মচারীদের বৈষম্য দূরীকরণ এবং কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ইউজিসি কর্তৃক প্রণীত অভিন্ন নীতিমালা অনতিবিলম্বে প্রত্যাহার বা সংশোধন করতে হবে। অন্যথায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীরা আরোও কঠোর কর্মসূ্চি গ্রহণে বাধ্য হবে।

সুনামগঞ্জ মিরর/এসএন

x