ঢাকা থেকে পরিকল্পনামন্ত্রীর ত্রাণ যাচ্ছে সুনামগঞ্জে

ঢাকা থেকে সুনামগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় বন্যাদুর্গতদের জন্য ত্রাণ পাঠাচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বন্যা শুরুর পর থেকে বেশ কয়েকবার নিজ নির্বাচনী এলাকার মানুষদের জন্য কয়েক দফায় ত্রাণ পাঠায়েছেন মন্ত্রী।
বন্যা শুরুর আগে থেকেই পরিকল্পনামন্ত্রী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে দ্বিতীয় দফা করোনা থেকে সেরে উঠেছেন এম এ মান্নান। বৃহস্পতিবার (৩০ জুন) শেরে বাংলা নগরে নিজ দপ্তর থেকে ত্রাণের প্যাকেটিং করে রাতে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করবেন। মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ যাওয়ার বিষয়টি জানিয়েছেন একান্ত সচিব মো. হারুণ অর রশিদ।
মো. হারুণ অর রশিদ জানান, পরিকল্পনামন্ত্রী ঢাকায় বসেই সার্বক্ষণিকভাবে এলাকার খবর রাখছেন এবং জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।
তিনি জানান, পরিকল্পনামন্ত্রী তার নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জে বন্যাদুর্গতদের এই বিপদের মুহূর্তে পাশে থাকতে না পেরে মনোবেদনায় ভুগছেন। তবে তিনি দুর্যোগের শুরু থেকেই নিজ উদ্যোগে ও বিভিন্ন মাধ্যমে চাল, ডাল, চিড়া, তেল, লবণ, দিয়াশলাইসহ বিভিন্ন দ্রব্যাদি ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন।
পরিকল্পনামন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব মাসুম বিল্লাহ বলেন, পরিকল্পনামন্ত্রী তার এলাকায় বন্যাদুর্গতদের মাঝে যাওয়ার জন্য বার বার চেষ্টা করছেন। কিন্তু নানান প্রতিকূলতায় তা সম্ভব হচ্ছে না। তবে এলাকায় যেতে না পারায় পরিকল্পনামন্ত্রী ঢাকায় বসেই ত্রাণ কার্যক্রম তদারকি করছেন বলে জানান তিনি।
সুনামগঞ্জমিরর/এসএ