সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন, সুনামগঞ্জের পক্ষ থেকে বন্যাদুর্গত ১২০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার চানপুর এবং চাতলপুরের বন্যাদুর্গত এলাকায় এই ত্রাণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সদস্যরা নিজ উদ্যোগে জেলার স্বনামধন্য ডাক্তার এবং মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে উক্ত কর্মসূচীটি সফলভাবে সম্পন্ন করেন।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন স্বনামধন্য ডাক্তার, সুনামগঞ্জের কৃতি সন্তান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. গৌতম তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস, এসোসিয়েশনের সভাপতি অনিন্দ্য কুশল পাল, সাধারণ সম্পাদক শেখ সাদাত ইয়ামিন ফাহিম, সহ সভাপতি ইমরান মাহমুদ, উপ প্রচার সম্পাদক নাজমুস সাকিব সহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।
ত্রাণ পেয়ে বন্যা দুর্গত মানুষরা সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন। মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ সাদাত ইয়ামিন ফাহিম সুনামগঞ্জমিররকে বলেন, “সামনে ঈদ আসছে, তাই আমরা চেষ্টা করেছি বন্যার্ত মানুষগুলো একটু সাহায্য করার। ভবিষ্যতে মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আমরা সুনামগঞ্জবাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ।”
মুয়াজ্জাজুর রহমান মুয়াজ
সুনামগঞ্জমিরর/এসএ