সুনামগঞ্জে স্বাশিপ নেতৃবৃন্দের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জে স্কুল ও কলেজ কর্মচারী বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নেতৃবৃন্দ। শনিবার (২ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদ রেস্ট হাউজ মিলনায়তন ও ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে তিনশত বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে ত্রাণ বিতরণ পূর্ব এক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ও বেসরকারী শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট’র সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
সুনামগঞ্জ জেলা স্বাশিপ সভাপতি ফজলুল হক দোলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের পরিচালনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,স্বাশিপের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সলিম উল্লাহ, অধ্যক্ষ মো. মোমতাজ উদ্দিন মর্তুজা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যক্ষ মো. সলিম উলাহ সেলিম, মো. আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ, সৈয়দপুর ফাজিল মাদরাসা, অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দিন, শেখ ফজিলাতুন নেছা ফাজিল মাদরাসা, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মাদ সাজিনূর রহমান, গোরারং ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. ফখরুল ইসলাম, ইংাকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আহমদ, জি কে এইচ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মইনুল হক কলেজের প্রভাষক মো. তৈয়বুর রহমান, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রবাষক আ স ম ফজলুল কারীম, সমাজবেসক তাজ মামুদ, হাজী আদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুনায়েদ আহমদ খুরাশানী, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শাহজাহান মিয়া প্রমুখ।
সুনামগঞ্জমিরর/এসএ