সুনামগঞ্জে নরসিংদী কর্মজীবী ফোরামের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে নরসিংদী কর্মজীবী ফোরাম। বুধবার (৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জ মাদকদ্রব্য কার্যালয়ে ত্রাণ সামগ্রি বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অথিদপ্তরের সহকারি পরিচালক সাজেদুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক মোল্লা, সুনামগঞ্জ মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা ফয়সাল আহমেদ, রিমন সরকার, মো. আকরামুল হাসান তুহিন প্রমুখ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও সুনামগঞ্জস্থ নরসিংদী কর্মজীবী ফোরামের আহক বাদল চন্দ্র বর্মণ জানান, সুনামগঞ্জে কর্মরত নরসিংদী জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত হয়েছে নরসিংদী কর্মজীবী ফোরাম। তিনি জানান, এ ফোরামের উদ্যোগে শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জমিরর/এসএ