মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে সিকৃবি অফিসার পরিষদের শিক্ষা সহায়তা
বন্যায় ক্ষতিগ্রস্ত ২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অফিসার পরিষদ।
বুধবার (৬ জুলাই) সুনামগঞ্জের ছাতক উপজেলার হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের অস্বচ্ছল মাধ্যমিক পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ। আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচীর পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বক্তৃতা করেন। এছাড়াও অনুষ্ঠানে অফিসার পরিষদের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন, মোহাম্মদ আবুল হাসনাত, সন্তোষ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ মিরর/ এসএন