ফ্রান্সে পুড়ে গেছে হাজার একর বনভূমি

ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্সের দক্ষিণাঞ্চল। পুড়ে ছাই হয়ে গেছে হাজার একর বনভূমি। ক্ষতিগ্রস্ত বিভিন্ন আবাসিক স্থাপনাও। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাতাসের তীব্র বেগ থাকায় হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের। খবর রয়টার্সের।
দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। ভয়াবহ দাবানলের এ চিত্র ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বুশ-ডু-হোন অঞ্চলের। এরই মধ্যে আগুন গ্রাস করেছে হাজার একর বনাঞ্চল। আবাসিক এলাকায়ও ছড়িয়ে পড়েছে দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি বাড়িঘর।
খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল কর্মীরা। নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা করলেও বাতাসের বেগ বেশি থাকায় বাগে আনা যাচ্ছে না আগুন। একপর্যায়ে হেলিকপ্টার ও বিমান থেকেও পানি ছিটিয়ে চলে আগুন নেভানোর চেষ্টা। নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর কয়েকশ কর্মী।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় আশপাশের কয়েকশ বাসিন্দাকে নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আগামী কিছুদিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।
সুনামগঞ্জমিরর/এসএ