Skip to content

এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আগামী রোববার (১৭ জুলাই) সিদ্ধান্ত আসতে পারে। ওই দিন বেলা ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে পরীক্ষা আয়োজনের বিষয়ে জানাতে পারেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোববার সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী। সেখানে এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে আলোচনা করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, রোববার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী কী নির্দেশনা দেন, তার ওপর ভিত্তি করে আমরা পরীক্ষা আয়োজনে সভা করব।

এর আগে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৯ জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে সরকার।

সুনামগঞ্জমিরর/এসএ

x