Skip to content

আবুবকর সিদ্দীক (রা.) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল

বক্তব্য রাখছেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব ক্বারী আমান উল্ল্যাহ্

শান্তিগঞ্জ প্রতিনিধি:

হযরত আবুবকর সিদ্দীক (রা.) ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ৩য় দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি আইয়ুব উদ্দিন বুদ্ধি।

সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল আলিমের পরিচালনায় বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব ক্বারী আমান উল্ল্যাহ্, পাগলা পশ্চিমপাড়া ইমদাদিয়া মাদ্রাসার মুহতামিম ও সংগঠনের উপদেষ্ঠা মাও. আতিকুল হক, মফিজুর রহমান, মো. আবুল কালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাও. বিলাল আহমদ বাদশা, সংগঠনের সভাপতি মাও. নূর হোসেন ও  সাংগঠনিক সম্পাদক জাকারিয়ার মাহমুদ।
কাউন্সিল পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন- দিলনূর মিয়া, শহিবুর রহমান, শেগুল নূর, নজরুল ইসলাম, নুরুজ্জামান, সজিব নূর, নূরুল আমীন, সাজাদ নূর ফয়জুল রহমান, শামজাদ মিয়া, হাসান আলী, জুসেদ আলী, জায়ফর আলী, ইসলাম উদ্দিন, রইচ উদ্দিন, ফয়ছল আলী, সাবাল নূর, সাহান আহমদ, নজরুল ইসলাম সাকিব, হাফিজুর রহমান, এলখাছ নূর ও মুরছালিম আহমদ প্রমুখ।

পরে সংগঠনটির সকল সদস্যের উপস্থিতিতে  মাও. নূর হোসেনকে পুনরায় সভাপতি, আবদুল আলীমকে পুনরায় সাধারণ সম্পাদক, জাকারিয়া মাহমুদকে পুনরায় সাংগঠনিক সম্পাদক ও তাজুদ আলীকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

x