Skip to content

কলিম উদ্দিন আহমদ মিলনের সুস্থ্যতা কামনায় দোয়া

কলিম উদ্দিন আহমদ মিলন

শান্তিগঞ্জ প্রতিনিধি::

কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি। বুধবার আসরের নামাজের পর শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে  কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদটির ইমাম হাফিজ মাও. মো. আনোয়ার হোসেন।

দোয়ায় ছাতক-দোয়ারার সাবেক এ এমপির দ্রুত রোগ মুক্তি কামনা করেন নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ আমিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উপজেলা বিএনপি নেতা নূরুল ইসলাম, মাস্টার আবদুর রউফ, মুজিবুর রহমান, আইনুল হক, নূরুল ইসলাম, শিপাউর রহমান, যুবদল নেতা সাব্বির আহমদ, তানিম আহমদ, ছাত্রদল নেতা মানছুর আহমদ, তারাজুল হক রাসেল, সাইফুল ইসলাম, ওয়াকিবুর রহমান রনি, উপজেলা প্রজন্মদলের সভাপতি জাকার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রোমান আহমদ,  সহ-সভাপতি রাকিদ মিয়া, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সিনিয়র যুগ্ম-সাধারণ মোহাম্মদ আলী ইয়াহিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক শব্দেন নূর আহমদ সাগর প্রমুখ।

উল্লেখ্য, হার্টের রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন কলিম উদ্দিন আহমদ মিলন। তাঁর রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দরা।

x