জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শান্তিগঞ্জ প্রতিনিধি:
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। শনিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে মৎস্য কর্মকর্তার কার্যালয়ের এ মতবিনিময় করেন তিনি।
এসময় কার্প হ্যাচারী কর্মকর্তা মো. মোজাম্মেল হক ও জলবায়ু পরিবর্তন প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর নিপেশ চন্দ্র পাল উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নূরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাঈন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য জামিউল ইসলাম তুরান, সাংবাদিক নাহিদ আহমদ ও নোহান আরেফিন নেওয়াজ।