Skip to content

গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা

কমিটির নির্বাচিত ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করছেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাও. মো. তদবির আলম।

শান্তিগঞ্জ প্রতিনিধি::

শান্তিগঞ্জ উপজেলায় গনিনগর ষোলগ্রাম (জিএস) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের একটি কক্ষে এ সভা সম্পন্ন হয়। সভায় বিধি মোতাবেক সর্বসম্মতিক্রমে আবদুল আউয়াল নামের একজনকে শিক্ষানুরাগী সদস্যকে নির্বাচন করা হয়েছে। পরে কমিটির নির্বাচিত ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাও. মো. তদবির আলম।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল হেকিম, সদস্য সচিব গনিনগর ষোলগ্রাম (জিএস) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাও. মো. তদবির আলম, শিক্ষক প্রতিনিধি মো. জুয়েল পাশা, রাজেশ চৌধুরী, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রুনা আক্তার, অভিভাবক সদস্য আবদুল ছত্তার, কয়ছর মিয়া, নেপাল কান্তি দাশ, ছালেহ্ আহমদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য খাইরুন নেছা, দাতা সদস্য মাও. আবদুল বারী ও শিক্ষানুরাগী সদস্য আবদুল আউয়াল।

এসময় বিদ্যালয় পরিচালনায় সকল অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন দুই বছর মেয়াদি এ কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জুন গনিনগর ষোলগ্রাম (জিএস) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯ জুন নির্বাচনে অভিভাবক ভোটে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটির অনুমোদন দেয় সিলেট শিক্ষাবোর্ড।

x