Skip to content

মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছে মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলা পরিষদ গেষ্ট হাউসে সংগঠনের নেতাকর্মীরা শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সভাপতি ও জেলা আওামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদ শাহ আবু নাসের, সংগঠনটির উপদেষ্টা কমিটির সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি রেজাউল হক, জেলা পরিষদের সাবেক সদস্য ফৌজি আরা শাম্মী, সংগঠনের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, ছাত্রদল নেতা রাহুল মিয়া প্রমুখ।

সুনামগঞ্জমিরর/এসএ

x