দরগাপাশা হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন

শান্তিগঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জ উপজেলায় দরগাপাশা হাফিজিয়া মাদ্রাসার ৩ বছর মেয়াধী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে এক সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। পরে, শনিবার বিকালে কমিটিকে আনুষ্ঠানিভাবে প্রকাশ করা হয়।
নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে দায়ীত্ব পান ছালেহ্ আহমদ চৌধুরী হিরা ও সাধারণ সম্পাদকের দায়ীত্ব পান এজাজ হোসেন চৌধুরী সারন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইমাম হুসেন চৌধুরী মাহফুজ, দিলদার চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জিয়া চৌধুরী, শ্যামল চৌধুরী, কোষাধ্যক্ষ হুছবান আহমেদ চৌধুরী বাহার, সদস্য লিয়াকত চৌধুরী, রুহেল চৌধুরী, মুস্তাকিম চৌধুরী, সেলাল আহমেদ, মাসুক আলী মেম্বার, সৈয়দ আসাদ, মামুন চৌধুরী, আনু চৌধুরী, মনফর আলী, আলেখ উদ্দিন, আবদুস সত্তার ও আলম মিয়া।