Skip to content

স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বিষয়ক কর্মশালা

সুনামগঞ্জে স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের সক্ষমতা নিরুপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগস্ট) পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে জেলার শান্তিগঞ্জে এফআইভিডিভি ট্রেনিং সেন্টারে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ডা. ননী ভষন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রকল্পের ব্যবস্থাপক আলমগীর হায়দার।

আয়োজকরা জানায়, জলবায়ু সহনশীল কর্মসূচির আওতায় স্থানীয় জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়ন ও নারীর নেতৃত্ব বিকাশের লক্ষ্যে “এডভান্সিং দি লিডারশিপ অব উইমেন অ্যান্ড গার্লস টুয়ার্ডস বেটার হেলথ অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স” নামে একটি প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে।

প্রকল্পটি সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা জেলার দূর্যোগপ্রবন এলাকায় বাস্তবায়িত হচ্ছে।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিক্যাল অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জমিরর/এসএ

x