Skip to content

হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, আহত ৪


মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (৫ আগস্ট) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটনের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানিয়েছে, হোয়াইট হাউসের রাস্তার ওপারে একটি ছোট পার্কে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুইজন পুরুষ এবং দুইজন নারী গুরতর আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টের পোস্ট করা ভিডিওতে ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও একটি দমকল বাহিনীর গাড়ি যেতে দেখা গেছে।

তবে শুধু সেখানেই নয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটেছে।

সুনামগঞ্জমিরর/এসএ

x