সুনামগঞ্জে মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের পরিকল্পনা সভা

সুনামগঞ্জে মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকেলে শহরের একটি অভিজাত গেস্ট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহ্ আবু নাসের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাবিলিক প্রসিকিউটর ড. খায়রুল কবির রুমেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া, সংগঠনের সহসভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, জেলা স্বচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ জুয়েল, জেলা ছাত্রদলের আহŸায়ক জাহাঙ্গীর আলম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির দফতর সম্পাদক জামাল উদ্দিন বাকের,সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম।

আরও নেন, সংগঠনের দফতর সম্পাদক ও জেলা যুবদলের সদস্য আজিজুর রহমান সৌরভ, কোষাধ্যক্ষ ও সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, সমাজকল্যাণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সদস্য সাদিকুর রহমান চৌধুরী, রাহুল মিয়া।

এছাড়াও মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সদস্যদের মধ্যে আরও আংশ নেন জেলা মহিলা লীগের সহ-সভাপতি ফৌজি আরা শাম্মী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাাদক।

কর্মপরিকল্পনা সভা পরিচালনা করেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফরহাদ আহমদ।

সুনামগঞ্জমিরর/এসএ

x