ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ সাজিনুর রহমান আর নেই

সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজিনুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২ অক্টোবর)রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৪৫)। তিনি স্ত্রী, তিন ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
সোমবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়েনের মুক্তাখাই গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তাঁর প্রথম জানাজা আগে এক শোক সভায় বক্তব্য রাখেন, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, সাবেক চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন, অধ্যাপক নুরুজ আলী, হাজী মোক্তার আলী, প্রভাষক জামাল হোসেন, প্রভাষক ফজলুল হক, প্রভাষক ফজলুল করিম সাঈদ, ব্যাংক কর্মকর্তা আবুল ফজল, সাদিক রশিদ চৌধুরী, মাওলানা শওকত আলী, মরহুমের বড় ভাই মিজানুর রহমান প্রমুখ।
জনাজায় ইমামতি করেন সমাজ বিজ্ঞানের প্রভাষক মাওলানা জামাল হোসেন।
সুনামগঞ্জমিরর/এসএ