সুনামগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত

সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ জন্মদিন পালিত হয়েছে। দিসবটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, এসময় পুলিশ সুপার, সুনামগঞ্জ মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, জেলা পর্যায়ে বিভিন্ন সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক বর্ণাঢ্য র্যালি সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জমিরর/এসএ