সিলেটে দুটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

সিলেট পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুটি ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন । মঙ্গলবার (৬ ডিসেম্বর) সিলেট ও হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এ দুটি ইটভাটাকে জরিমানা করেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।
সূত্র জানায়, সিলেট-সুনামগঞ্জ বাইপাস পয়েন্টে শব্দূষণ বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩২টি যানবাহনকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় যানবাহন থেকে ৬৩টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর বিধি ৮(২) লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারায় এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. বদরুল হুদা। অভিযানে অংশনেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলমগীর প্রমুখ।
সুনামগঞ্জমিরর/এসএ