দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত আরও ১৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি। এ সময় শনাক্ত হয়েছেন ১৫ জন, যা বিগত দিনের তুলনায় কিছুটা বেশি। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪৩৯ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ৪৬ জন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ০ দশমিক ৪৯ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮৭ হাজার ৪৪৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯৮টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭৭টি। এখন পর্যন্ত এক কোটি ৫১ লাখ ৬২ হাজার ৩৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৪৩ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৫৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।
সুনামগঞ্জমিরর/এসএ