ধর্মপাশায় পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের উদ্যোগে দুইশত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে থানা কম্পাউন্ডে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, জৈষ্ঠ্য সাব-ইন্সপেক্টর মো. আব্দুস সবুর মিয়া, সাব-ইন্সপেক্টর শামীম কবির, সহকারী সাব-ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, নারী কনস্টেবল শাহেনা আক্তার উপস্থিত ছিলেন।
ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ’র,দিক নির্দেশনায় ধর্মপাশা থানা পুলিশের উদ্যোগে বেদে সম্প্রদায়, হরিজন সম্প্রদায়, বাজারের নৈশ্য প্রহরিসহ হতদরিদ্র ২ শত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে ধর্মপাশা থানা পুলিশ।
সুনামগঞ্জমিরর/এসএ