Skip to content

সদর হাসপাতালে ফুলের চারায় ফুটলো ‘মুজিব ১০০’

বদলে যাচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতাল। এক সময়ের অপরিচ্ছন্ন পরিবেশ এখন খুঁজে পাওয়া দায়, নেই কোনো ময়লা বা দুর্গন্ধ।

অধিকতর ও মানসম্মত সেবা দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে হাসপাতালটিকে সাজানো হয়েছে নতুন করে। জন্মশত বার্ষিকী উপলক্ষে হাসপাতালটির প্রধান ফটকের সামনেঢ় বাগানে ফুলের চারা দিয়ে লেখা হয়েছে ‘মুজিব ১০০’।

এরই মধ্যে সাধারণ মানুষের নজর কেড়েছে সেটি। সামনে থেকে তো বটেই, অনেকেই ২৫০ শষ্যার হাসপাতালটির সেই ফুলের চারায় ফুটিয়ে তোলা মুজিব ১০০ দেখতে উঠছেন ছাদে।

হাসপাতাল ভবনের উপর থেকে দেখলে মনে, লেখাটি ফুলের চারা দিয়ে নয়, অক্ষর বসিয়ে লেখা হয়েছে।

জেলার সিভিল সার্জন শামস উদ্দিন জানিয়েছেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জবাসীকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে তারা কাজ করছেন। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে। এক সময়ের অবহেলিত হাসপাতালকে নতুন করে সাজানো হচ্ছে।

এ ছাড়া হাসপাতালে নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের জন্য দেয়াল উচু করাসহ চারদিকে আলোর ব্যবস্থা করা হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালের সব জায়গায় নিয়মিত চলে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান। ছবি: নিউজবাংলা

সিভিল সার্জন শামস উদ্দিন বলেন, ‘আমরা হাসপাতালের উন্নয়ন কাজ অব্যাহত রেখেছি। আশার কথা হলো, সুনামগঞ্জ সদর হাসপাতালে সরকারি হিসেবে সেবার মানের দিক থেকে দেড় বছর আগে ৫৮ নম্বরে ছিল। সেটি বর্তমানে সারা দেশের মধ্যে ১৪ নম্বরে চলে এসেছে।’

এই ধারাবাহিকতা বজায় থাকলে কোনও এক সময় সুনামগঞ্জ সদর হাসপাতাল সেবা ও মানের দিক থেকে বাংলাদেশের মধ্যে ১ নম্বরে আনা সম্ভব হবে বলে জানান তিনি।

হাসপাতাল এলাকার বাসিন্দা আমির মিয়া বলেন, ‘মুজিব ১০০ যখন ফুলের চারা মাধ্যমে ফুটে ওঠছে তা প্রথমে বুঝতে পারিনি। পরে যখন চারাগুলো একটু বড় হল তখন আমরা বুঝতে পারি সেখানে কি লেখা।’

সিভিল সার্জন বলেন, ‘হাসপাতালের সেবার মান উন্নত করার লক্ষ্যে অনেক কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছি আমরা। রোগীদের অভিযোগ চিহ্নিত ও সমাধানের কাজও করছি।

‘শীতের সময় বাগান করা হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। জাতির পিতার প্রতি সম্মান দেখানোর জন্য ফুলের চারা দিয়ে ‘মুজিব ১০০’ লেখা হয়েছে। আশা করছি এটি দেখে সবার ভালো লাগবে।’

সূত্র: নিউজবাংলা২৪মোসাঈদ রাহাত

সুনামগঞ্জমিরর/টিএম

x