Skip to content

ঈদ আনন্দ

সুনামগঞ্জ মিরর লাইভের ঈদ আনন্দ আয়োজনের প্রথম পর্বে রম্য বিতর্ক উপভোগ করুন। বিতর্কের বিষয়- কোরবানির ঈদে, আমি সেরা পরিবারে। বিতর্কে অংশ নিয়েছেন ইজাজ, জুবায়ের, পৌলমী, রাভিদ, ইমন, কামরুল। সঞ্চালনা করছেন তাপসী দে প্রাপ্তি।

সুনামগঞ্জ মিরর লাইভের ঈদ আনন্দ আয়োজনের দ্বিতীয় পর্বে রয়েছে “বন্ধু আড্ডা গান”। এ পর্বের বিষয়- একঘেয়েমিতার বিপরীতে। আড্ডায় অংশ নিয়েছেন ফারিন, তামী, রাহী, তাওসিফ, নিলয় ও মাহবুব।

x